হারের সুরে পাকিস্তান; আফ্রিদি কী বললেন
পাকিস্তান বর্তমানে হারের মাঝে আটকে আছে। ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা কোনো ম্যাচই জিততে পারেনি। এখন আবার নিউজিল্যান্ডের কাছে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচে পরাজিত হয়েছে। পাকিস্তান ক্রিকেটের এই দুর্দশার জন্য টিম ম্যানেজমেন্টকে দায়ী করেছেন শহিদ আফ্রিদি।
নিউজিল্যান্ড সফরের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায়। যেখানে কিউইরা ৯ উইকেটে সহজ জয় পায়। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাকিস্তান ভালো করতে পারেনি। একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়ে এই সফরে পাকিস্তান দল গঠন করা হয়েছে, যা সমালোচিত হয়েছে।
এই সিরিজের দল নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি। তিনি বলেন, '১০-১১ ম্যাচ খেলা প্রথম শ্রেণির ক্রিকেটারদের পাঠানো হয়েছে। যেখানে স্পিনারদের প্রয়োজন ছিল, সেখানে তারা পেসার নিয়েছে।'
পাকিস্তান দলের বেশ কিছু ব্যাটারের বেসিক টেকনিক এখন শেখানো হচ্ছে। বিশেষ করে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ সম্প্রতি অফ-স্পিন খেলা শেখাচ্ছেন। আফ্রিদি মনে করেন, জাতীয় দলের খেলোয়াড়দের বেসিক নিয়ে কাজ করা উচিত নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, 'পাকিস্তান দলের এই পর্যায়ে এটা শেখানো উচিত নয়।'
অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম বা বিরতির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন আফ্রিদি। তিনি বলেন, 'ক্রিকেটারদের বিরতি দেয়া প্রয়োজন, সেটা বাবর আজম হোক কিংবা অন্য কেউ।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
প্রকাশিত: | By Symul Kabir Pranta