বাঘাইছড়িতে নির্বাচন কর্মকর্তাদের হত্যাকারীদের বিচার দাবি করে মানববন্ধন
রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার সময় ৯ কিলোমিটার নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন প্রাণ হারায় এবং আহতদের পরিবারের পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে আহত ও নিহত পরিবার পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সচিব, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন নিহতদের পরিবার।
ওই ঘটনায় ৮ জন নিহত এবং ৩৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহতদের মধ্যে অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে পুনর্বাসন ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনো কার্যকর হয়নি।
এসময় পাকুজ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম। এছাড়া আরও বক্তব্য রাখেন বাঘাইহাট আনসার ভিডিপি পিসি আহত মো. কবির হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মোস্তফা কামাল, আহত মাহাবুব আলম সহ নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta