গুইমারায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার-৩
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায় চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।
আটক ব্যক্তিরা হলেন গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাব্বি হোসেন, সাদ্দাত আলীর ছেলে মো. রাসেল মিয়া এবং আব্দুল কালামের ছেলে মোহাম্মদ রিপন হোসেন।
১৭ মার্চ সোমবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে জালিয়াপাড়া-মহালছড়ি সড়কের সিন্দুকছড়ি জিরো পয়েন্ট এলাকায় চাঁদা আদায়ের সময় তাদের হাতে-নাতে ধরে ফেলে। আটককৃতদের কাছ থেকে চাঁদার রশিদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
এরপর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত টাকা ও রশিদসহ আটক ব্যক্তিদের গুইমারা থানার কাছে হস্তান্তর করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা অবৈধভাবে চাঁদা আদায় করছিল, যার ফলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta