সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের ধারণা এই অঞ্চলের আদর্শ হতে পারে: মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের অবস্থান এই অঞ্চলের জন্য একটি আদর্শ হতে পারে।
এ কথা তিনি গতকাল সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানান।
পোস্টে মাহফুজ আলম আরো বলেন, এই অঞ্চলে ইসলামবিদ্বেষ ও সাম্প্রদায়িক সহিংসতার বিস্তার কোনো দেশই কামনা করবে না। সাম্প্রদায়িক সহিংসতা, ঘৃণা এবং মুসলমানদের বিশেষ করে মুসলিম নারী ও শিশুদের প্রতি ইসলামবিদ্বেষী মনোভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোতে উত্তেজনা সৃষ্টি করবে। বাংলাদেশের জুলাই মাসের পর আমরা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিয়েছি। সহিংসতার ঘটনাগুলোর সত্যতা যাচাই করে প্রায় সব অপরাধীকে গ্রেপ্তার করেছি। তবে, বেশিরভাগ সহিংসতা সাম্প্রদায়িক কারণে নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার ফলস্বরূপ সংঘটিত হয়েছে।
তিনি আরো লিখেছেন, যখন সাম্প্রদায়িক ঘৃণা, সহিংসতা ও ইসলামবিদ্বেষ রাষ্ট্রীয় সহায়তা, গণমাধ্যমের প্ররোচনা এবং জনতার সহায়তায় বেড়ে যায়, তখন এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে ওঠে। কোনো রাষ্ট্রই তার নাগরিকদের ইসলামের বিরোধিতা করে সীমান্তের ওপারে দেখার সুযোগ দিতে পারে না। বাংলাদেশের একটি নতুন পথ দরকার। আমাদের গঙ্গার উত্তর-পশ্চিম সীমার মধ্যে সীমাবদ্ধ থাকার পরিবর্তে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাঞ্চলেও আমাদের নজর দেওয়া উচিত। বঙ্গোপসাগর কেন্দ্র করে একটি নতুন কাঠামো গড়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, দারা শিকো, রাজা রামমোহন রায় এবং কাজী নজরুল ইসলামের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির ধারণা জয়ী হবে। যেকোনো ধর্মের নামে চরমপন্থা এবং ইসলামবিদ্বেষ এ অঞ্চলের সমস্ত সম্প্রদায় প্রত্যাখ্যান করবে। এই অঞ্চলের সব ধর্মীয়, সাংস্কৃতিক ও জাতিগত সম্প্রদায়গুলোর মধ্যে বোঝাপড়া, সম্প্রীতি ও সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা সৃষ্টি করবে।
বিডি প্রতিদিন/হিমেল
প্রকাশিত: | By Symul Kabir Pranta