ময়লার স্তূপে পড়ে ছিল যুবকের মুখ বাঁধা মৃতদেহ।
গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়কের ধারে ময়লার স্তুপের মধ্যে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, নিহত যুবকের বয়স প্রায় ২৮ বছর হবে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত যুবকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে মহেশপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের পাশ দিয়ে চলতে গিয়ে ময়লার স্তূপে মুখ বাঁধা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, নিহত যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তাঁর বয়স আনুমানিক ২৮ বছর হবে।
তিনি আরো জানান, মরদেহটি মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
প্রকাশিত: | By Symul Kabir Pranta