ফুটবলের উন্নতির স্বপ্ন নিয়ে দেশের পথে হামজা
ইংল্যান্ডে জন্ম নেওয়া ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী জাতীয় দলের হয়ে খেলার জন্য বাংলাদেশে আসছেন। হামজা চৌধুরী বর্তমানে ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
রবিবার রাত ৯টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে হামজার দেশে আসার একটি ছবি পোস্ট করে। সব কিছু ঠিক থাকলে আজ বেলা সাড়ে ১১টা নাগাদ হামজা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
বাফুফে ও হামজার আলোচনার ভিত্তিতে, তিনি বিমানের বিজনেস ক্লাস আসনে আসছেন। সেই অনুযায়ী তিনি ম্যানচেস্টার থেকে বিজনেস ক্লাসেই যাত্রা শুরু করেছেন। আজই জাতীয় ফুটবল দলের সঙ্গে ইউসিবি ব্যাংকের পৃষ্ঠপোষক হিসেবে চুক্তি হয়েছে। চুক্তি হওয়ার পর হামজার আগমনের ছবিতে ইউসিবি ব্যাংকের লোগো ব্যবহৃত হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল হামজার আগমনের বিষয়ে ইউসিবি ব্যাংকের সহায়তার কথা জানিয়েছেন।
হামজার শেকড় হবিগঞ্জের বাহুবল গ্রামে। তাই ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার সরাসরি সিলেটে আসবেন, ঢাকা না এসে। সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ রওনা করবেন সপরিবারে। সিলেট বিমানবন্দরে বাফুফের চার নির্বাহী সদস্য হামজাকে অভ্যর্থনা জানাবেন। হবিগঞ্জবাসী হামজার আগমন নিয়ে উচ্ছ্বসিত। বাফুফে সিলেট ও হবিগঞ্জের পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে হামজার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেছে।
বাফুফে হামজার আগমনে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। জানা গেছে, সময়ের সীমাবদ্ধতার কারণে আলাদা সংবর্ধনা আয়োজন না করা হলেও, সিলেটে অবতরণ থেকে ঢাকায় আসা এবং ভারতে যাত্রা পর্যন্ত হামজার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী আগেই দেশে এসেছেন এবং তিনি হবিগঞ্জে অবস্থান করছেন। হামজার সঙ্গে তার স্ত্রী, তিন সন্তান ও মা একই ফ্লাইটে আসবেন। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচটি উপভোগ করার জন্য তার পরিবারও অপেক্ষায় রয়েছে।
হবিগঞ্জে দু'দিন থাকার পর ১৯ মার্চ দুপুরে হামজা ঢাকায় টিম হোটেলে যোগ দেবেন। ওই দিন দুপুরে এক অফিসিয়াল প্রেস কনফারেন্সে তিনি গণমাধ্যমের মুখোমুখি হবেন। তার আগে সকালে দলীয় ফটোসেশন হবে এবং বিকাল বা সন্ধ্যায় অনুশীলনে অংশ নিবেন।
আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতকে মোকাবেলা করবে বাংলাদেশ। সেখানে হামজার পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়দের সঙ্গে ১৬-১৭ জন সফরসঙ্গী হতে পারেন।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta