দেশে ফিরেছেন হামজা চৌধুরী
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছেছেন, বাংলাদেশের জার্সিতে খেলার জন্য।
আজ (সোমবার) সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান, সেখানে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এই ফুটবলারকে স্বাগত জানানো হয়। হামজা বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রাত দুইটায় রওনা দিয়েছিলেন।
হামজা ও তার পরিবারের জন্য বাফুফের সাতজন নির্বাহী সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। গতকাল চার সদস্য (শাহীন, হিল্টন, গাউস ও ইকবাল) যোগ দিয়েছিলেন, আজ তাদের সাথে যোগ দেন আরও তিন সদস্য রুপু, সবুজ ও মঞ্জু। ইমিগ্রেশন সম্পন্ন করার পর বাফুফে কর্তৃপক্ষ হামজাকে বরণ করে নেবেন। এসময় তার সাথে ছিলেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী।
হামজাকে এক নজর দেখতে সিলেট বিমানবন্দরের বাইরে অনেক সমর্থক ভিড় করেছেন। কেউ ব্যানার হাতে দাঁড়িয়ে ছিলেন, আবার কেউ শুধু তাকে এক নজর দেখতে এসেছেন। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন, এই সংবাদে গণমাধ্যমকর্মীরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta