পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল মায়ামি
আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে ইন্টার মায়ামি, ২-১ গোলের ব্যবধানে। সোমবার (১৭ মার্চ) তাদের হোম গ্রাউন্ড মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
প্রথমার্ধের ১১ মিনিটেই এগিয়ে যায় আটলান্টা। দলের আইভরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল লাত্তে লাথ গোল করে দলকে লিড এনে দেন। তবে ২০তম মিনিটে মেসির চমৎকার গোল সমতায় ফেরায় মায়ামিকে। ম্যাচের শেষদিকে নাটকীয়তা আনেন ফাফা পিকল্ট। হাইতির এই অভিজ্ঞ উইঙ্গারকে ৮৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামান কোচ হাভিয়ের মাচেরানো। ৮৯তম মিনিটে জর্দি আলবার ক্রস থেকে হেড করে দুর্দান্তভাবে বল জালে জড়ান পিকল্ট।
এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) গত মৌসুমের প্লে-অফে আটলান্টার কাছে হারের প্রতিশোধও নিল মায়ামি।
টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে ইন্টার মায়ামি। লিগের আগের দুই ম্যাচে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি শার্লট ও হিউস্টন ডায়নামোকে হারিয়েছিল, আর মৌসুমের প্রথম ম্যাচে নিউইয়র্ক সিটির সঙ্গে ড্র করেছিল। ৪ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১০।
আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল মায়ামির শেষ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য শিগগিরই আর্জেন্টিনা দলে যোগ দেবেন মেসি। তার আগেই দুর্দান্ত ফর্মে থাকাটা নিঃসন্দেহে আর্জেন্টিনা ভক্তদের জন্য স্বস্তির খবর। বাংলাদেশ সময় আগামী ৩০ মার্চ ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামবে মায়ামি।
বিডি প্রতিদিন/নাজিম
প্রকাশিত: | By Symul Kabir Pranta