বার্সার ম্যাজিকেল বিজয়
দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই গোল শোধ। যোগ করা সময়ে আরও দুটি গোল করে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল বার্সেলোনা। যেন একেবারে জাদুকরী পারফরম্যান্স দেখালো হান্সি ফ্লিকের দল।
আতলেতিকো মাদ্রিদের মাঠে লা লিগার ম্যাচে ৭১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। তবে শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে তারা ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতে নেয়।
এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।
রবার্ট লেভানদোভস্কি প্রথমে ব্যবধান কমানোর পর ফেররান তোরেস গোল করে দলকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লামিনে ইয়ামাল বার্সাকে এগিয়ে দেন। আর ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন তোরেস।
২৭ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ১৯ জয় ও ৩ ড্রয়ে ৬০ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে গিয়ে দুই নম্বরে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে আতলেতিকো। মাদ্রিদের দুই দলই একটি করে ম্যাচ বেশি খেলেছে।
বিডি প্রতিদিন/নাজমুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta