কাপাসিয়ায় ৫০ সহকারী শিক্ষকের পদে যোগদান
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসে ৫০ জন নতুন সহকারী শিক্ষক ও শিক্ষিকা যোগদান করেছেন।
রবিবার বিকালে তারা তাদের দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম তাদের নিজ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
২০২৩ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষকদের নিয়োগ পরীক্ষায় তারা নির্বাচিত হন। পূর্ববর্তী সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত এই শিক্ষকদের নিয়োগ পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছিল। তবে সম্প্রতি মহামান্য হাইকোর্ট তাদের যোগদানের জন্য নির্দেশ দেন।
শিক্ষকদের যোগদান অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষক এস এম ফাতেমা, সোহরাব রুস্তম, রতন কুমার সেন, আরিফুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta