ঈদ যাত্রা সহজ করতে মানিকগঞ্জে ৬০০ পুলিশ মোতায়েন থাকবে
ঈদ যাত্রা নিরাপদ ও সহজ করতে মানিকগঞ্জের ৩৬ কিলোমিটার সড়কপথ এবং আরিচা-পাটুরিয়া নৌপথে ৬০০ পুলিশ ইউনিফর্ম ও সাদা পোশাকে মোতায়েন থাকবে।
এছাড়া, যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি রোধে জরুরি টেলিফোন সেবা চালু থাকবে। রবিবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন।
পুলিশ সুপার জানান, ঈদে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জের ৩৬ কিলোমিটার সড়কপথ এবং আরিচা-পাটুরিয়া নৌপথে ৬০০ পুলিশ সদস্য ইউনিফর্ম এবং সাদা পোশাকে দায়িত্ব পালন করবে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি এড়াতে জরুরি টেলিফোন সেবা চালু থাকবে।
তিনি বলেন, চাঁদাবাজি এবং অতিরিক্ত দামে যানবাহন ও নৌযানের টিকিট বিক্রি রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফিটনেস বিহীন যানবাহন ও অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো যানবাহন যাতে চলাচল করতে না পারে, সেজন্য পুলিশ সাদা পোশাকে মাঠে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইমতিয়াজ মাহবুব, ট্র্যাফিক পুলিশের এডমিন হামিদুর রহমান, শিবালয় থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুজিবর রহমান, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সালাম হোসেন প্রমুখ।
বিআইডব্লিউটিসি’র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সালাম হোসেন জানান, ঈদ যাত্রায় পাটুরিয়া-দৌলোদিয়া নৌপথে ১৭টি ফেরি এবং আরিচা-কাজীরহাট নৌপথে ৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে।
তিনি আরও বলেন, যাত্রীরা যেন নির্বিঘ্নে পারাপার করতে পারে, সে জন্য নদীপথ ও ফেরিঘাট এলাকা প্রস্তুত রাখা হয়েছে।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta