বিজিবি-বিএসএফের বৈঠক সীমান্তহত্যা, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে
সীমান্তের পরিস্থিতি সুষ্ঠু রাখা, সীমান্ত হত্যা রোধ, মানবপাচার বন্ধ করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ সীমান্ত সংক্রান্ত নানা বিষয়ে বিজিবি-বিএসএফ কমান্ডারদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ৫৮ বিজিবি’র পক্ষ থেকে নেতৃত্ব দেন অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম এবং ১৯৪ বিএসএফ’র পক্ষ থেকে কমান্ডার মুগনথান। উভয় পক্ষের ১০ জন সদস্যসহ মোট ২০ জন এই বৈঠকে অংশ নেন।
লে. কর্নেল মো. রফিকুল আলম বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে উভয় কমান্ডার এবং বিজিবি-বিএসএফ এর উপস্থিত সদস্যরা সীমান্তের জিরো লাইন বরাবর প্রায় ৩ কিলোমিটার হাঁটেন। পরিশেষে, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী আগামী দিনগুলোতে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে বৈঠকটি সমাপ্ত হয়।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta