কিউবায় মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে কোটি কোটি মানুষ
জাতীয় বিদ্যুৎ গ্রিডে ত্রুটির কারণে কিউবায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি হয়েছে। এই তথ্য মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানাচ্ছে, ১৪ মার্চ শুক্রবার রাতে কিউবার প্রধান বিদ্যুৎ সরবরাহ লাইনে সমস্যা দেখা দেয়, যার ফলে প্রায় এক কোটি মানুষ অন্ধকারে চলে যায়।
এই বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে দেশটির জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় একটি বার্তায় নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, “আজ রাত ৮টা ১৫ মিনিটের দিকে দিজমেরো সাবস্টেশনে একটি ত্রুটির কারণে কিউবার পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাতীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।”
বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে গ্রিড মেরামতের কাজ চলছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।
সিএনএনের একটি ভিডিওতে দেখা গেছে, রাজধানী হাভানার সড়ক ও ভবনগুলো অন্ধকারে ডুবে রয়েছে এবং লোকজন বৈদ্যুতিক টর্চ নিয়ে চলাফেরা করছে।
কিউবায় প্রাচীন অবকাঠামো, প্রাকৃতিক বিপর্যয় এবং অর্থনৈতিক সংকটের কারণে এর আগে এমন বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল। কিউবার কর্মকর্তারা একে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফল হিসেবে দেখলেও, সমালোচকরা বলছেন যে, কমিউনিস্ট সরকারের অবকাঠামোয় বিনিয়োগের অভাবও এই পরিস্থিতির জন্য দায়ী।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/নাজিম
প্রকাশিত: | By Symul Kabir Pranta