চাকরির প্রার্থীদের জন্য গুগলের নতুন এআই টুল ‘ক্যারিয়ার ড্রিমার’
গুগল একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চালু করেছে, যার নাম ‘ক্যারিয়ার ড্রিমার’। এটি চাকরির প্রার্থীদের জন্য একটি সহায়ক টুল হিসেবে কাজ করবে। এই টুলটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা, শিক্ষা, দক্ষতা এবং আগ্রহ বিশ্লেষণ করে সঠিক চাকরি খুঁজে পেতে সহায়তা করবে-এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গুগলের তথ্যমতে, ক্যারিয়ার ড্রিমার টুলটি ব্যবহারকারীদের নিজেদের দক্ষতা চিহ্নিত করতে এবং সেগুলোকে পেশাগত জীবনের সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করবে। চাকরি বাজারের তথ্য বিশ্লেষণ করে পেশা তৈরি করতেও এই টুল সহায়তা করবে। এমনকি সাক্ষাৎকারের প্রস্তুতির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেমিনি প্রযুক্তি ব্যবহার করে টুলটি চাকরিপ্রার্থীদের জন্য মানসম্পন্ন কভার লেটার লেখার পাশাপাশি জীবনবৃত্তান্ত তৈরি করতেও সক্ষম। তবে এটি প্রচলিত চাকরি খোঁজার প্ল্যাটফর্মের মতো সরাসরি চাকরির বিজ্ঞাপনের লিংক সরবরাহ করবে না। বরং এটি ব্যবহারকারীদের দক্ষতার ভিত্তিতে সম্ভাব্য চাকরির একটি তালিকা দেখাবে।
ক্যারিয়ার ড্রিমার টুলটি ব্যবহারকারীদের পেশাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ক্যারিয়ারের দিকনির্দেশনা প্রদান করবে এবং স্থানীয় চাকরি খোঁজার সুযোগও দেবে। ব্যবহারকারীরা যদি নতুন কোনো পেশার সম্পর্কে আরও তথ্য জানতে চান, তবে সেটিও সরবরাহ করবে। বর্তমানে টুলটি পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। তবে এটি অন্যান্য দেশে কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে গুগল কোনো তথ্য জানায়নি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/নাজিম
প্রকাশিত: | By Symul Kabir Pranta