একশনএইডে চাকরি, বেতন ১ লাখ ৫৯ হাজার
আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ কক্সবাজারে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট (এনআরএম) প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে।
পদের বিবরণ:
পদ: প্রজেক্ট ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও প্রজেক্ট ম্যানেজমেন্টে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিফিউজি বা হিউম্যানিটারিয়ান সেটিংসে এনআরএম প্রজেক্ট পরিচালনায় ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
দক্ষতা: বাজেট ব্যবস্থাপনা, রিপোর্টিং, নেতৃত্ব এবং MS Word, Excel, PowerPoint, ArcGIS, SPSS, ODK, Kobo-তে দক্ষতা প্রয়োজন।
চাকরির বিবরণ:
ধরণ: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক ১,৫৯,৯২৩ টাকা, সঙ্গে মেডিকেল সুবিধা, ইনস্যুরেন্স ও মোবাইল-ইন্টারনেট বিল।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহীরা ActionAid Bangladesh-এর ওয়েবসাইটে রেজিস্ট্রার/লগইন করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৫।
প্রকাশিত: | By Symul Kabir Pranta