আজ ৫০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছালেন সেই আনিসা।
মায়ের হঠাৎ অসুস্থতার কারণে এইচএসসির প্রথম দিনে সময়মতো পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে না পারা রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আনিসা আরিফা আজ বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা দিচ্ছেন।
সোমবার (২৯ জুন) তিনি কিছুটা আগে কেন্দ্রে পৌঁছান। সকাল ৯টা ১০ মিনিটে তিনি সরকারি বাংলা কলেজ কেন্দ্রে প্রবেশ করেন।
গত বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি আনিসা। তার মা হঠাৎ অসুস্থ হওয়ায় পরীক্ষা শুরুর সময়ের দেড় ঘণ্টা পর কেন্দ্রে পৌঁছান তিনি। তবে নিয়ম অনুযায়ী তাকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকেই তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান। পরবর্তীতে শিক্ষা উপদেষ্টা বিষয়টি বিশেষভাবে দেখার কথা জানান।
মায়ের অসুস্থতা এবং নিজের ওপর দিয়ে চলা প্রতিকূলতা মোকাবিলা করে আনিসা এখন বাকি পরীক্ষাগুলো দিতে প্রস্তুত।
প্রকাশিত: | By Symul Kabir Pranta