কনস্টেবল পদে নিয়োগের নামে প্রতারণার শিকার হবেন না: পুলিশ হেডকোয়ার্টার্স
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রার্থী নির্বাচন করা হচ্ছে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে, যা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার অংশ। কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রলোভনে পড়ে কারো সাথে আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়মে জড়ানোর মাধ্যমে প্রতারণার শিকার না হতে সবার প্রতি পুলিশ হেডকোয়ার্টার্স অনুরোধ জানিয়েছে।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ যদি কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে আর্থিক লেনদেন বা অন্য কোনো উপায় অবলম্বন করে, তবে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ পুলিশ। এছাড়া, কেউ যদি কোনো প্রতারককে শনাক্ত করেন, তবে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta