ভারতীয় ড্রোন সীমান্তে নজরদারির অভিযোগে ভূপাতিত করার দাবি পাকিস্তানের
মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, ভারতের একটি কোয়াডকপ্টার আজ দেশটির আকাশসীমা লঙ্ঘন করলে সেটি গুলি করে ভূপাতিত করা হয়। ঘটনাটি ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে সংঘটিত হয়েছে বলে জানানো হয়েছে।
পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, কোয়াডকপ্টারটি সীমান্তের উল্টো পাশ থেকে নজরদারির চেষ্টা করছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেনারা সেটিকে গুলি করে নামিয়ে দেয়।
তারা বলেন, সময়মতো পদক্ষেপ নেওয়ায় ভারতের গুপ্তচরচেষ্টা ব্যর্থ হয়েছে এবং এটি পাকিস্তানি বাহিনীর প্রস্তুতি ও দক্ষতার স্পষ্ট প্রমাণ।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসনের মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে।
২২ এপ্রিল পেহেলগামে প্রাণঘাতী হামলার পর দুই পারমাণবিক প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ওই হামলায় নিহত হন ২৬ জন, যাঁদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এটি ২০০০ সালের পর কাশ্মীরে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
২৩ এপ্রিল ভারত একতরফাভাবে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করার ঘোষণা দেয়, যা এত দিন বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে কার্যকর ছিল।
পরদিন পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া জানায়। তারা ১৯৭২ সালের শিমলা চুক্তি স্থগিতের হুমকি দেয় এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করার কথাও জানায়।
ভারতের পক্ষ থেকে বলা হয়, পেহেলগামের হামলায় সীমান্তপারের সংশ্লিষ্টতা থাকতে পারে, যদিও এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। পাকিস্তান এ অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার প্রকৃত ঘটনা অনুসন্ধানে একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta