সেনা সদস্যের স্ত্রীর সঙ্গে ‘উধাও’ পাট কর্মকর্তা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক সরকারি কর্মকর্তার সঙ্গে সেনা সদস্যের স্ত্রীর সম্পর্ক নিয়ে প্রথমে গুঞ্জন শোনা গেলেও, সেটি এখন বাস্তবে পরিণত হয়েছে। উপজেলা পাট কর্মকর্তা রিয়াজুর ইসলাম এখন আলোচনার কেন্দ্রবিন্দু—অভিযোগ উঠেছে, তিনি এক সেনা সদস্যের স্ত্রীর সঙ্গে উধাও হয়েছেন।
দামুড়হুদা উপজেলার দেউলী মোড় এলাকার একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন রিয়াজুর ইসলাম। একই বাড়িতে, তার পাশে থাকতেন হাউলি ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামের এক সেনা সদস্যের স্ত্রী এবং তার সন্তান।
সূত্রে জানা গেছে, তাদের মধ্যে দীর্ঘ সময় একসঙ্গে থাকার ফলে সম্পর্ক গড়ে ওঠে। একসময় সম্পর্কটি প্রেমে পরিণত হলে, গৃহবধূ তার কিছু নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল নিয়ে রিয়াজুর ইসলামের সঙ্গে পালিয়ে যান।
ঘটনার পর, গৃহবধূর শ্বশুর ২৪ এপ্রিল দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রায় ১১ বছর আগে তার ছেলের সঙ্গে গৃহবধূর বিয়ে হয় এবং তাদের সংসারে ৯ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। কিছুদিন ধরে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হলে, গৃহবধূ আলাদা বাসায় থাকতেন, সেখানে তার এবং পাট কর্মকর্তার সম্পর্কের শুরু।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করেছি। পরে গৃহবধূ তার সন্তানকে স্বামীর কাছে ফিরিয়ে দেন এবং স্বামীকে তালাক দেন। এখন বাদীপক্ষের পক্ষ থেকে আর কোনো অভিযোগ নেই।’
স্থানীয়দের অনেকের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং একসঙ্গে বসবাসের ফলে এমন অনৈতিক সম্পর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের একটি উদাহরণ হিসেবে দেখছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta