গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ জন
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭০ জনের প্রাণহানি ঘটেছে। রোববার পুরোদিন এবং সোমবার ভোরে ইসরায়েলি বাহিনীর হামলায় এসব ফিলিস্তিনি নিহত হয়।
খবর আল জাজিরা ও আনাদোলু এজেন্সির।
গাজার চিকিৎসকরা জানিয়েছেন, ভোরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৭ জন ফিলিস্তিনি মারা গেছেন। এর ঠিক একদিন আগে, পুরো গাজার বিভিন্ন স্থানে কমপক্ষে ৫৩ জন নিহত হন।
চিকিৎসা সূত্রে আরও জানা গেছে, রবিবার গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হন।
আল জাজিরা আরবির সাংবাদিকরা জানিয়েছেন, জাবালিয়া শরণার্থী শিবিরে আবু মাহাদি পরিবারের বাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে অন্তত ১০ জনকে হত্যা করেছে এবং বেশ কয়েকজনকে আহত করেছে।
রোববারের হামলায় নিহতদের মধ্যে আল-মাওয়াসির ‘নিরাপদ অঞ্চল’-এ আশ্রয় নেওয়া কয়েকজনও রয়েছেন।
গাজার সুজাইয়া পাড়ার ওয়াদি আল-আরাইসে ইসরায়েলি হামলায় দুটি নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে, একটি মেডিকেল সূত্র জানিয়েছে।
এমনকি গাজা শহরের জেইতুন পাড়ায় ইসরায়েলি গোলাগুলিতে আরও তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আল-তুফাহ পাড়ার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরও একজন উদ্ধার করা হয়েছে।
একই এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন, জানান চিকিৎসকরা।
কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহের একটি বাণিজ্যিক কেন্দ্রে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, জানিয়েছে একটি মেডিকেল সূত্র।
মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে আরেকটি হামলার খবর পাওয়া গেছে, তবে রিপোর্ট লেখার সময় পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত বেসামরিকদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনী গুলি চালালে তিন শিশুসহ আটজন নিহত হয়েছেন, জানিয়েছেন চিকিৎসকরা।
খান ইউনিসের পূর্বে খুজা’আ শহরে বিমান হামলায় ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হন।
খান ইউনিস উপকূলে ইসরায়েলি নৌবাহিনী একদল জেলেকে গুলি চালালে এক জেলে নিহত এবং অপরজন আহত হয়।
খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারদের আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছেন, জানান চিকিৎসকরা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta