মির্জাপুরে জমি বিরোধে নিহত বিএনপি নেতা
টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধে বাশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফজল হক (৫০) নিহত হয়েছেন। ফজল হক বংশীনগর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে ছিলেন। রবিবার সকালে উপজেলার বংশীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফজল হকের ছেলে মনির হোসেন এবং স্ত্রী মরিয়ম বেগম আহত হন এবং তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজল হক এবং তার ভাতিজা পারভেজের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার সকালে পারভেজ ও তার দলবল প্রায় ২৫ জন নিয়ে ফজল হকের দখলে থাকা জমি দখল করতে যায়। এ সময় ফজল হক ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ফজল হক, তার ছেলে মনির হোসেন এবং স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে রক্তাক্ত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন।
বাশতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘ফজল হক আজ বাশতৈল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছিলেন। এর আগে ওই জমি নিয়ে কয়েকটি গ্রাম্য শালিস হয়েছে। আজ হঠাৎ তার ভাতিজা পারভেজ, আনোয়ার, জিন্নাহসহ ২৫-৩০ জন তাকে হামলা চালিয়ে হত্যা করেছে।’
মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta