ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
ঠাকুরগাঁওয়ে একটি মোটরসাইকেল এবং বাইসাইকেলের সংঘর্ষে ৪২ বছর বয়সী হাসিবুল ইসলাম নামক এক যুবক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সালান্দর চৌধুরী হাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসিবুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরী হাট এলাকার মৃত খমিজ উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সালান্দর চৌধুরী হাটের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি দ্রুতগামী মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে বাইসাইকেল আরোহী হাসিবুল ইসলাম মারাত্মকভাবে আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজনও গুরুতর আহত হয়ে বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ফয়েজ জানান, "বাইসাইকেল আরোহী হাসপাতালে আনার আগেই মারা যান। বাকি দুজনের অবস্থা গুরুতর।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta