নাগরপুরে বালু মহলে অভিযান, আটক ১
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় একটি বালু মহলে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি ভেকু এবং ১০টি ট্রাকের ব্যাটারি জব্দ করা হয়, এবং এক যুবককে আটক করা হয়েছে। ওই যুবক হলেন উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের মো. হৃদয় মিয়া। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান জানান, রবিবার রাতে কেদারপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে একটির এস্কেভেটর এবং ১০টি ট্রাকের ব্যাটারি জব্দ করা হয়, এবং একজন যুবক আটক করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী অফিসের স্টাফরা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta