কালিয়াকৈরে পৌর বর্জ্যে আচ্ছাদিত আঞ্চলিক সড়ক
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা দেশের উন্নত পৌরসভার মধ্যে থাকলেও বর্জ্য ব্যবস্থাপনায় মারাত্মক অনিয়মের শিকার।
সরেজমিনে পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, কিছু জায়গায় ডাম্পিং ব্যবস্থার ব্যবস্থা থাকলেও সেগুলোর সঠিক ব্যবহার নেই। যথাযথ তত্ত্বাবধানের অভাবে শহরের সড়ক, ফুটপাত ও আবাসিক এলাকা দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাটিকাটা এলাকার সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কে দিনের পর দিন বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। যদিও এখানে নির্দিষ্ট ডাম্পিং জোন রয়েছে, তবুও ঠিকাদাররা সড়কের ওপরেই ময়লা ফেলছেন, যার ফলে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ময়লার দুর্গন্ধের কারণে সড়ক দিয়ে হাঁটাও দুষ্কর হয়ে পড়েছে। যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে ব্যাপক সমস্যা। দুর্গন্ধের কারণে পাশের বাড়িগুলোর মানুষের জীবনযাপনও কষ্টকর হয়ে উঠেছে। কখনও কখনও সড়ক এতটাই ময়লায় ভর্তি হয়ে যায় যে, পুরোপুরি চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর পূর্বপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সরকারি শালবনের জমিতে দীর্ঘদিন ধরে অবাধে আবর্জনা ফেলা হচ্ছে, যার ফলে পরিবেশের ক্ষতি ও চলাচলে সমস্যা হচ্ছে।
কালিয়াকৈর হাইটেক সিটির পাশে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির প্রস্তাবিত ভবনের জায়গাও দীর্ঘদিন ধরে ময়লায় পরিপূর্ণ হয়ে রয়েছে।
কালিয়াকৈর পৌরসভায় নয়টি ওয়ার্ডে কয়েক লাখ মানুষ বাস করে। আবাসিক এলাকার বর্জ্য অপসারণে পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাব স্থানীয়দের মধ্যে ক্ষোভ এবং হতাশার সৃষ্টি করেছে।
এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আজ থেকেই অতিরিক্ত পরিবহন সংযুক্ত করে ময়লা অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে।”
কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, “নাগরিকদের ভোগান্তির বিষয়টি আমরা জানি। পৌর এলাকায় অব্যবস্থাপনার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করেছি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। শহরের পরিবেশ রক্ষায় প্রয়োজন হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য হলো পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব কালিয়াকৈর গড়ে তোলা।”
প্রকাশিত: | By Symul Kabir Pranta