ভেঙে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের পিয়ারক্যাপের সাটার
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি নির্মাণাধীন পিলারের পিয়ারক্যাপের সাটার ভেঙে পড়েছে। এক্সপ্রেসওয়ে প্রকল্প কর্তৃপক্ষ জানায়, একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়ির উপর সাটারের একটি অংশ এবং অন্য অংশ ফুটওভার ব্রিজের ওপর পড়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে সাটারের উপরের অংশ ভেঙে পড়ে। পরে আশপাশের মানুষ ছুটে গিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পাইপগুলো সড়কের মাঝখানে পড়েছিল। একটি কাভার্ডভ্যানের ওপর সাটারের এক অংশ পড়ে এবং বাকি অংশ ফুটওভার ব্রিজের ওপর পড়ে। কাভার্ড ভ্যানটি (চট্ট মেট্রো- ঢ ৮১-২০৭১) নবীনগরমুখী লেনে ছিল এবং ফুটওভার ব্রিজের একাংশ চন্দ্রামুখী লেনের পাশে ক্ষতিগ্রস্ত হয়।
পথচারী আমজাদ মিয়া বলেন, আমরা বিকট শব্দ শুনে দৌড়ে যাই। দেখি সব কিছু ভেঙে পড়ছে। তখন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধ ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক (পিডি) মো. শফিকুল ইসলাম বলেন, একটি কাভার্ডভ্যান প্রথমে ফুটপাতে ধাক্কা খায় এবং পরবর্তীতে বিমের পাইপে ধাক্কা লেগে সাটারের একটি অংশ কাভার্ডভ্যানের ওপর পড়ে। আমাদের ক্রেন রয়েছে এবং সঠিকভাবে উদ্ধার কাজ চলছে। এতে বিম, রাস্তা বা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি।
মো. শফিকুল ইসলাম আরও বলেন, ওই পিলারের পিয়ার ক্যাপ ঈদের আগে ঢালাই করা হয়েছিল। ঢালাইয়ের পর সাটারিং কাজটি ফর্মওয়ার্ক হিসেবে পরিচিত। এই ফর্মওয়ার্ক একদিনে খুলে ফেলা যায় না, পার্ট পার্ট করে কাজ করতে হয়। আজকের কাজ শেষ করে শ্রমিকরা চলে গিয়েছিল এবং দুর্ঘটনা ঘটে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta