শনিবার, ২৬রা এপ্রিল ২০২৫

নববর্ষকে ফ্যাসিস্টরা দলীয় উদ্দেশ্যে ব্যবহার করেছিল

নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্টরা
নববর্ষকে ফ্যাসিস্টরা দলীয় উদ্দেশ্যে ব্যবহার করেছিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার পহেলা বৈশাখের ঐতিহ্যকে দলীয় স্বার্থে ব্যবহার করেছিল। এর ফলে নববর্ষের ঐক্যবদ্ধতার চেতনা পুরোপুরি হারিয়ে গিয়েছিল।

সোমবার রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এবারে প্রথমবারের মতো হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ উদযাপন সম্ভব হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নববর্ষকে জাতীয় উৎসব হিসেবে উদযাপন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। জুলাইয়ের গণঅভ্যুত্থান রাষ্ট্রের নবায়নের পথ সুগম করেছে। তবে যদি রাষ্ট্র কাঠামো অপরিবর্তিত থাকে, তাহলে জুলাই বিপ্লব সফল হবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই আন্দোলন শুধু ব্যক্তিগত নয়, রাষ্ট্রীয় পরিবর্তনের লক্ষ্যে ছিল। তিনি বলেন, চলমান সংস্কারের দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। দ্রুত বিচার এবং সংস্কারের পরিবর্তন দেখতে চান।

তিনি আরও বলেন, এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে অগ্রসর হচ্ছে।

ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কারের কাজ অব্যাহত থাকবে বলেও জানান নাহিদ ইসলাম।

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ