ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে মোনাজাতে লাখো মানুষের অশ্রু
ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি প্রার্থনায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল অশ্রু। ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণ, নারী ও শিশুর মৃত্যুর খবর এবং ধ্বংস হয়ে যাওয়া গাজা উপত্যকার বেদনাদায়ক পরিস্থিতি সামনে রেখে সবাই শান্তি কামনায় প্রার্থনা করেছেন।
এই বিশেষ মোনাজাত শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া ৪টায় অনুষ্ঠিত হয়।
মোনাজাতে বলা হয়, ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতার পরিণতি মানবতার প্রতি একটি ভয়ঙ্কর আঘাত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন তিনি এই নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনকে মুক্তির পথ দেখান।
মোনাজাতে গাজায় চলমান ইসরায়েলি আক্রমণ বন্ধের পাশাপাশি ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের উদ্ধার, আহতদের দ্রুত সুস্থতা, নিরীহ মানুষের জীবন রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে, বিশ্ব নেতাদের বিবেক জাগ্রত হোক এবং ফিলিস্তিনিদের ওপর চলমান অমানবিক আক্রমণের বিচার দাবি করা হয়।
মোনাজাতে অংশগ্রহণকারী মো. শাহজাহান, এক শিক্ষক, বলেন, ‘‘টেলিভিশনে শিশুর লাশ দেখে ঘুম আসে না। আজকের মোনাজাতে একমাত্র প্রার্থনা করেছি, আল্লাহ, ফিলিস্তিনকে রক্ষা করো।”
এর আগে, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল সোয়া ৩টার দিকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
বিশ্বব্যাপী যখন ফিলিস্তিনে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল, তখন বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে এই গণসমাবেশ আয়োজিত হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta