নড়াইলে ছুরির আঘাতে বাস শ্রমিক নিহত
নড়াইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের ছুরির আঘাতে ৪৫ বছর বয়সী বাস শ্রমিক আশরাফুল ইসলাম মুসা নিহত হয়েছেন।
এ ঘটনা ঘটেছে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে।
নিহত মুসা নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের সামছের মুন্সীর ছেলে ছিলেন।
স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মুসা নিজ বাড়ি দলজিৎপুর থেকে বের হয়ে শহরের নতুন বাস টার্মিনালে আসেন এবং সেখানেই রাতটি কাটান। শনিবার সকালে টার্মিনাল ভবনের একটি কক্ষে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, "অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের ছুরির আঘাতে মুসা নামে এক বাস শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং দ্রুতই দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta