পদ্মার একটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ৮ হাজার টাকায়।
রাজবাড়ীর দৌলতদিয়াতে প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ মাছ ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে জেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে হালিম সরদারের মৎস্য আড়তে মাছটি বিক্রি করা হয়। মাছটি ব্যবসায়ী মো. শাহজাহান শেখ শাকিল সোহান মৎস্য আড়ত থেকে ক্রয় করেন।
ফেরিঘাটের কয়েকজন মৎস্যজীবী জানিয়েছেন, সকালে হালিম সরদারের আড়তে অন্যান্য মাছের সঙ্গে ইলিশটি নিলামে তোলা হয়। ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ইলিশটি শাহজাহান শেখ ক্রয় করেন।
শাহজাহান শেখ বলেন, আড়ত থেকে মাছটি ৮ হাজার ৩০০ টাকায় কিনেছিলাম। পরে মুঠোফোনে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta