টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে চোটে বাভুমা
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের আগমুহূর্তে আবারও ইনজুরিতে পড়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট দলনেতা টেম্বা বাভুমা। পুরনো কনুইয়ের চোট পুনরায় দেখা দেওয়ায় তিনি অংশ নিতে পারছেন না ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের শিরোপা লড়াইয়ে, যা আজ জোহানেসবার্গে শুরু হয়েছে।
বাভুমার লায়ন্স দলে যোগ দেওয়ার কথা ছিল মঙ্গলবার, তবে তিনি জোহানেসবার্গে পৌঁছাননি। সূত্র অনুযায়ী, বুধবার রাতে নিশ্চিত হওয়া যায় যে কনুইয়ের সমস্যার কারণে তিনি খেলতে পারবেন না। এই সিদ্ধান্ত লায়ন্স দলের ব্যবস্থাপনার জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত, বিশেষ করে যখন ম্যাচের আগের দিন অধিনায়ক ডোমিনিক হেনড্রিকস সংবাদমাধ্যমে জানান যে তিনি বাভুমার সঙ্গে খেলতে মুখিয়ে ছিলেন।
তবে ঠিক কোন কনুইয়ে তিনি চোট পেয়েছেন কিংবা চোট কতটা গুরুতর—এ বিষয়ে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
এর আগেও ২০২২ সালে বাম কনুই ভেঙে দীর্ঘ সময় খেলায় অনুপস্থিত ছিলেন বাভুমা, ফলে ইংল্যান্ড সফরে অংশ নিতে পারেননি। পরবর্তীতে আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলতে গিয়ে ফের কনুইতে চোট পান, যার ফলে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজও মিস করেন। পুরো ঘরোয়া মৌসুমে তিনি কোনো লাল বলের ম্যাচ খেলতে পারেননি এবং মানসিক চাপেও ছিলেন। এক পর্যায়ে হ্যামস্ট্রিং সমস্যায়ও ভুগতে হয় তাকে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta