রেকর্ড তৈরি করে জয় পেল বাংলাদেশ
বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে রেকর্ড গড়ে জয় লাভ করেছে। বৃহস্পতিবার পাকিস্তানের লাহোরে থাইল্যান্ডের বিরুদ্ধে ২৭১ রানের রেকর্ড গড়ে তারা। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড শুরুতে ৩৮ রানের জুটি গড়েছিল। তবে বাংলাদেশের স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনার দাপটে তারা দ্রুতই পরাস্ত হয়।
উল্লেখযোগ্যভাবে, দুই স্পিনারের জাদুকরী বোলিংয়ে থাইল্যান্ড ৯৩ রানে অলআউট হয়ে যায়। থাইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন চানিদা সুত্তিরুয়াং।
এদিকে ফাহিমা ও সুমনা ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।
অফস্পিনার সুমনা ৭ রানে ৫ উইকেট তুলে নেন, অন্যদিকে ফাহিমা ২১ রান খরচ করে ৩ উইকেট নেন। ফাহিমার আগের সেরা বোলিং ছিল ৩৮ রানে ৩ উইকেট। ৭ বছর পর ওয়ানডে ম্যাচ খেলতে নেমে সুমনা প্রথমবারের মতো উইকেট লাভ করেন।
এদের বোলিং কীর্তির আগে, জ্যোতি ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন এবং সেটিও রেকর্ড গড়ে।
৭৮ বলে সেঞ্চুরি করে তিনি বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি অর্জন করেন। আগের রেকর্ডটি ছিল ফারজানা হক পিংকির, যিনি ২০২৩ সালে ভারতের বিপক্ষে ১৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন। জ্যোতি ৮০ বলে ১০১ রানে ইনিংসটি সাজান ১৫টি চার ও ১ ছক্কা সহ।
শারমিন ৬ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন, ১১ চারে ৯৪ রানে অপরাজিত থাকেন। ফারজানা ওপেনিংয়ে ৫৩ রান করেন। জ্যোতির সেঞ্চুরি ও দুজনের ফিফটিতে বাংলাদেশ ৩ উইকেটে ২৭১ রান করে, যা তাদের নতুন রেকর্ড। আগের সর্বোচ্চ রান ছিল ২০২৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রান।
প্রকাশিত: | By Symul Kabir Pranta