এভারেস্ট চূড়ায় অভিযান করবেন পর্বতারোহী কাজী বিপ্লব।
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ২০২৬ সালে অভিযান পরিচালনা করতে যাচ্ছেন পর্বতারোহী কাজী বিপ্লব (কাজী বাহলুল মজনু বিপ্লব)।
আজ ৯ এপ্রিল, এক ঘোষণায় তিনি তার অভিযানের পরিকল্পনা প্রকাশ করেছেন। এজন্য তিনি ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন।
নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত ২৯০২৮ ফুট উচ্চতায় মাউন্ট এভারেস্টে অভিযান এক বিশাল চ্যালেঞ্জ। কাজী বিপ্লব বলেন, ‘বেশিরভাগ পর্বতারোহীই পৃথিবীর সবচেয়ে উচ্চ শৃঙ্গে দাঁড়িয়ে পৃথিবী দেখতে চান। আমিও এর ব্যতিক্রম নই। আমি সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নতুন কিছু করতে ভালোবাসি। বহুদিনের এই স্বপ্ন পূরণের জন্য আমি সকলের সহায়তা প্রত্যাশা করছি।’ ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ৭ হাজার মিটার উচ্চতার একটি এবং ৬ হাজার মিটার উচ্চতার ১৩টি অভিযানসহ মোট ১৪টি অভিযানে অংশগ্রহণ করেছেন তিনি।
তিনি বলেন, ‘পর্বতারোহণে প্রতিদিন আমার পরিবারের সদস্যরা, ক্লাবের বন্ধুরা, প্রতিবেশীরা এবং আত্মীয়স্বজনেরা সবসময় আমাকে সাহস এবং উৎসাহ দিয়েছেন। বিশেষ করে আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম ভাইয়ের কথাগুলো আমাকে আরও অনুপ্রাণিত করে।’
তিনি আরও বলেন, ‘বড় পাওয়া হচ্ছে স্পন্সর। যদি স্পন্সর না থাকতো, তবে পর্বতারোহণ দীর্ঘসময় ধরে চালিয়ে যাওয়া সম্ভব হত না। আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি সকল স্পন্সরদের যারা আমাদের অভিযানে অর্থ দিয়ে সহায়তা করেছেন। এবারেও আশা করি, মাউন্ট এভারেস্ট অভিযানে স্পনসররা আমাদের পাশে থাকবে। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এই অভিযানের আয়োজন করছে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta