ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে।
ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রদান বন্ধ করেছে। বাংলাদেশ ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর মারফত তৃতীয় দেশে পণ্য রফতানি করত।
মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সুবিধার বাতিলের ঘোষণা দেয়।
এর আগে ভারতীয় রফতানিকারকরা, বিশেষ করে পোশাক খাতের ব্যবসায়ীরা, বাংলাদেশকে এই সুবিধা তুলে নেওয়ার জন্য নরেন্দ্র মোদি সরকারের কাছে দাবি জানিয়েছিলেন।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই সুবিধার কারণে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রফতানি সহজভাবে চলছিল। ভারত ২০২০ সালের জুনে বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিল।
৮ এপ্রিল ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, “২০২০ সালের ২৯ জুনের সার্কুলার বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তটি এখন থেকে কার্যকর হবে। তবে আগের সার্কুলারের আওতায় ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গো ভারতীয় অঞ্চল ছাড়ার অনুমতি পাবে।”
ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন কিছু দিন আগে যুক্তরাষ্ট্র ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশ এবং অঞ্চলের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপ করেছে। সূত্র: ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু বিজনেস লাইন
প্রকাশিত: | By Symul Kabir Pranta