স্থলপথে ভারত থেকে সুতা আমদানি নিষিদ্ধ করেছে বাংলাদেশ।
ভারত থেকে স্থলবন্দর ব্যবহার করে সুতা আমদানির সুযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দরগুলো দিয়ে সুতা আমদানি করার সুযোগ এখন থেকে আর থাকছে না। তবে সমুদ্রপথ কিংবা অন্য কোনো মাধ্যম দিয়ে সুতা আমদানি করা যাবে।
মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বছরের ২৭ আগস্ট প্রকাশিত প্রজ্ঞাপনটি সংশোধন করে নতুন নির্দেশনা দেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
এছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারিতে বস্ত্র শিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করার দাবি জানিয়েছিল। এর পর মার্চে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এনবিআরকে একটি চিঠি পাঠিয়ে দেশের তৈরি সুতার ব্যবহার বাড়ানোর জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।
সূত্রে জানা যায়, ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চলের সুতা কলকাতায় গুদামজাত করা হয় এবং সেখান থেকে বাংলাদেশে পাঠানো হয়। এই সুতাগুলো তুলনামূলকভাবে সস্তায় বাংলাদেশে আসছে, ফলে দেশি সুতার তুলনায় বিদেশি সুতা বেশি ব্যবহৃত হচ্ছে। এর ফলে দেশের বস্ত্র শিল্পের ক্ষতির আশঙ্কা করছিল বিটিএমএ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta