নতুন ধান ওঠার পর চালের বাজার আরও সাশ্রয়ী হবে : বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল সরবরাহ শুরু হবে। নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার ভোজ্যতেল আমদানি ও সরবরাহ সম্পর্কিত একটি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা।
তিনি বলেন, "দুঃখজনকভাবে কিছুদিন ধরে চালের দাম বাড়ছে। তবে দুই সপ্তাহের মধ্যে বোরো ধানের চাল বাজারে আসবে। বিশেষ করে চিকন চাল যেমন নাজিরশাইল ও মিনিকেট, তা বোরো মৌসুমের ধান থেকেই আসে।"
শেখ বশিরউদ্দীন আরও বলেন, "এ বছর আমাদের আবহাওয়া এবং বিদ্যুৎ পরিস্থিতি ভালো ছিল, পাশাপাশি সারের সরবরাহও স্বাভাবিক ছিল। আমরা আশা করছি, আল্লাহর রহমতে আমাদের ধান ফসলেও ভালো ফলন হবে। নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হবে।"
তিনি আরও উল্লেখ করেন, "কৃষিপণ্যগুলি গতিশীল এবং বাজারের ওপর প্রভাব ফেলতে পারে। তবে আমরা সব পণ্যের ওপর সতর্ক দৃষ্টি রেখে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করছি।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta