শুক্রবার, ১৮রা এপ্রিল ২০২৫

পানামা খাল ফিরিয়ে নেবে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

পানামা খাল ফেরত নেবে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পানামা খাল ফিরিয়ে নেবে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

চীনের জলপথে প্রভাবের মোকাবেলা করতে পানামা খাল পুনরায় ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি মধ্য আমেরিকার দেশ পানামা সফরের সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, "আজ পানামা খাল ব্যাপক হুমকির মুখে। যুক্তরাষ্ট্র কমিউনিস্ট চীন অথবা অন্য কোনো রাষ্ট্রকে এই খালের স্বাভাবিক কার্যক্রম ও অখণ্ডতাকে হুমকির সম্মুখীন হতে দেবে না।"

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর জানুয়ারিতে হেগসেথ পানামা সফর করা দ্বিতীয় মার্কিন শীর্ষ কর্মকর্তা।

১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র এক শতাব্দী পুরনো এই খালটি পানামার হাতে তুলে দেয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গে বৈঠক করেছেন। নিরাপত্তা বিষয়ক সম্পর্ক নিশ্চিত করতে উভয় পক্ষ যৌথ বিবৃতি প্রদান করেছে। তবে খালটির ওপর পানামার সার্বভৌমত্ব সম্পর্কে উভয়পক্ষের বিবৃতিতে কিছু অসংগতি দেখা গেছে।

মুলিনোর অফিস থেকে প্রকাশিত স্প্যানিশ ভাষায় বিবৃতিতে বলা হয়, ‘হেগসেথ পানামা খাল ও এর সংলগ্ন এলাকার ওপর পানামার নেতৃত্ব এবং সার্বভৌমত্বকে সম্মান জানিয়েছেন।’

কিন্তু মার্কিন সরকারের ইংরেজি বিবৃতিতে এই বক্তব্যটি অন্তর্ভুক্ত হয়নি।

হংকংয়ের একটি কোম্পানি পানামা খালের উভয় প্রান্তে দুটি বন্দর পরিচালনা করে এবং এটি বিশ্বব্যাপী জাহাজ চলাচলের ৫ শতাংশের জন্য গুরুত্বপূর্ণ।

ট্রাম্প প্রশাসন পানামার ওপর চাপ সৃষ্টি করেছে, যাতে তারা খালের ওপর চীনের প্রভাব কমিয়ে আনে, কারণ ওয়াশিংটন এই প্রভাবকে জাতীয় নিরাপত্তার জন্য বিপদজনক মনে করছে।

তবে পানামা চীনের এই প্রভাব অস্বীকার করেছে, যদিও তাদের প্রতিবাদগুলি দুর্বল হয়ে পড়েছে। হেগসেথের সফরের আগের সময়ে পানামা হংকংয়ের কোম্পানির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে। সূত্র: রয়টার্স

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 চীনের শুল্ক বিষয়ে নমনীয় ট্রাম্প image

চীনের শুল্ক বিষয়ে নমনীয় ট্রাম্প, সমাধান হতে পারে আলোচনায়?

 গত ৯ মাসে একফোঁটা ঘৃণা, এক আকাশ image

গত ৯ মাসে একফোঁটা ঘৃণা, এক আকাশ ভালোবাসা পেয়েছি: প্রেস সচিব

 আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের image

আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের প্রতিবাদ মিছিল ও প্রেস ব্রিফিং

 আলমডাঙ্গায় কাপড় চুরির অভিযোগে image

আলমডাঙ্গায় কাপড় চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে মারধর

 পীত জ্বরে ৩৪ জনের প্রাণহানি image

পীত জ্বরে ৩৪ জনের প্রাণহানি, কলম্বিয়ায় ছড়িয়ে পড়ছে আতঙ্ক

 আল কায়েদার হুমকি পাওয়ার পর পুলিশি image

আল কায়েদার হুমকি পাওয়ার পর পুলিশি নিরাপত্তা চেয়েছেন প্রিন্স হ্যারি

 মির্জাপুরে কন্যাকে ধর্ষণ করার image

মির্জাপুরে কন্যাকে ধর্ষণ করার অভিযোগে বাবা গ্রেপ্তার

 কাফনের কাপড় পরে কারিগরি image

কাফনের কাপড় পরে কারিগরি শিক্ষার্থীদের মিছিল

 চরবাসীর কষ্ট দূর করতে অক্লান্ত image

চরবাসীর কষ্ট দূর করতে অক্লান্ত পরিশ্রম করছেন জেলা প্রশাসক নুসরাত

 আগামী বাংলাদেশের জন্য নতুন image

আগামী বাংলাদেশের জন্য নতুন সংবিধানের প্রয়োজন : ফরহাদ মজহার

 ইতালিতে চাকরির প্রলোভন দেখিয়ে image

ইতালিতে চাকরির প্রলোভন দেখিয়ে নবীগঞ্জের ১০ যুবককে জাল ভিসা প্রদান

 মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ image

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫০৬