গাজায় নেই খাবার, ওষুধ, শুধু মৃত্যু: ক্ষুব্ধ জাতিসংঘ প্রধান
ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং অবরোধের ফলে গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে, যেখানে মৃত্যু ও দুর্ভোগে কাতর হয়ে পড়েছে সাধারণ মানুষ। এক মাসেরও বেশি সময় ধরে সেখানে কোনো খাদ্য, জ্বালানি বা ওষুধ প্রবেশ করতে পারছে না। এই পরিস্থিতিকে ‘অন্তহীন মৃত্যুর চক্র’ হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি বলেন, “গাজা এখন মৃত্যুর এক ভয়াবহ ক্ষেত্র। সাধারণ মানুষ একটি ভীতিকর মৃত্যুর শিকলে বন্দী হয়ে পড়েছে। সাহায্য না আসায় আমাদের সহায়তার ক্ষমতা কার্যত থমকে গেছে।”
মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গুতেরেস ইসরায়েলের প্রস্তাবিত সহায়তা পর্যবেক্ষণ ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে বলেন, “এই ব্যবস্থাটি মানবিক নীতিমালার বিপরীত এবং জাতিসংঘের দ্বারা এই ব্যবস্থা গ্রহণ করা হবে না।”
তিনি আরও বলেন, “ক্রসিংগুলোতে খাদ্য, ওষুধ ও আশ্রয় সামগ্রী আটকে রয়েছে। দখলদার হিসেবে ইসরায়েল আন্তর্জাতিক আইনের অধীনে খাদ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করার দায়িত্বে ছিল, কিন্তু বর্তমানে তা কিছুই হচ্ছে না।”
জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজায় চলমান আক্রমণে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আল জাজিরা
প্রকাশিত: | By Symul Kabir Pranta