বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর সিয়াম।
বিয়ের খবর আগেই জানিয়েছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাইফুদ্দিন সিয়াম। এবার তিনি তার বিয়ে ও পরিচয়ের গল্প শেয়ার করলেন একটি অফিশিয়াল স্টেটমেন্টের মাধ্যমে।
গত ৫ এপ্রিল সন্ধ্যায় ফেসবুকে বিয়ের সংবাদ দেন এসপি ক্রিয়েশনের প্রতিষ্ঠাতা সাইফুদ্দিন সিয়াম। স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘স্কুলের বন্ধুরা না জানিয়ে তাদের বান্ধবীকে বিয়ে করলাম।’
তবে ভক্তরা তার স্ত্রীর পরিচয় ও তাদের পরিচয়ের ব্যাপারে আরও জানতে চেয়েছিলেন। এ বিষয়ে আজ বুধবার ‘এসপি ক্রিয়েশন’ পেজে একটি অফিশিয়াল বিবৃতি দিয়েছেন সিয়াম।
তিনি বলেন, ‘ভাই, আমরা একই স্কুলে পড়তাম কিন্তু আমাদের মাঝে কখনো প্রেম ছিল না, বরং স্কুলে সে অন্য ছেলেদের পছন্দ করতো, আমি তখন সেই লিস্টে ছিলাম না। আমি মাঝে মাঝে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম, একটু তার নজর পাওয়ার জন্য, তবে সে তখন কখনো আমাকে পাত্তা দেয়নি।’
সিয়াম তার পোস্টে আরও বলেন, ‘এরপর আমি আমার সম্পর্ক নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, যার ফলে SP প্রতিষ্ঠিত হয়। ১০-১২ বছর পর হঠাৎ করে ওই মেয়েটির কথা মনে পড়ে, কিন্তু কেন মনে পড়লো তা আমি জানি না। এরপর আমি জানলাম, সে এখনও বিয়ে করেনি, তার প্রোফাইলও আমার কাছে ছিল না, তাই এক বান্ধবীর কাছ থেকে প্রোফাইল লিংক নিয়ে তাকে মেসেজ করে জিজ্ঞেস করলাম, তুমি কি কোনো সম্পর্কে আছো?’
তিনি আরও বলেন, ‘এরপর দুই সপ্তাহের মধ্যেই আমাদের সম্পর্ক শুরু হয়ে যায়। খুব দ্রুত এবং পরিবারের মতামত ছাড়া আমি এগিয়ে যেতে চেয়েছিলাম না। মেয়েটার অতীত ও বর্তমান আমি যেভাবে গ্রহণ করেছি, সে-ও আমার ব্যাপারে বুঝতে চেষ্টা করেছে। মনের মিল হওয়ায় কোনো সময়ক্ষেপণ হয়নি।’
সবশেষে সিয়াম সবার কাছে দোয়া চেয়ে লেখেন, ‘এখন আপনি যা ভালো মনে করেন, পারলে আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে সব ভালো যায়।’
স্ত্রীর ইচ্ছায় অন্য মেয়েদের সঙ্গে ভিডিও বানানো কমিয়ে দেওয়ার কথা জানিয়ে সিয়াম লিখেছেন, ‘মেয়েটার একটাই অভিযোগ, আমি কেন অন্য মেয়েদের নিয়ে ভিডিও বানাই। তাকে বলেছি, আস্তে আস্তে কমিয়ে দেব। আর এই পোস্টের পর মেয়েটি এসে বলবে, আমাকে অনেক কালো লাগছে, একটু সাদা করা যাবে না?’
প্রকাশিত: | By Symul Kabir Pranta