‘সিআইডি’ থেকে বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন, মৃত্যু দৃশ্যের মধ্যে দিয়ে!
ভারতীয় টিভির জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’ দীর্ঘ ২২ বছর ধরে প্রচারিত হচ্ছে। এই দীর্ঘ সময়ে এসিপি প্রদ্যুমন, অভিজিৎ এবং দয়া চরিত্রগুলো ছিল বিশেষ জনপ্রিয়। তবে এবার সেই শো সম্পর্কিত এসেছে দুঃখজনক খবর।
তবে এখন শোনা যাচ্ছে, ‘সিআইডি’তে এসিপি প্রদ্যুমন চরিত্রে আর দেখা যাবে না। এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে যে, এসিপি প্রদ্যুমনের চরিত্রে অভিনয় করা অভিনেতা শিবাজি সাতম শো থেকে চিরতরে বিদায় নিতে যাচ্ছেন। এই খবরটি প্রকাশ হওয়ার পরই দর্শকদের মন ভেঙে গেছে। তবে কেন তিনি শো ছাড়ছেন, সেই বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
ভারতীয় মিডিয়া সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ‘সিআইডি’-এর একটি পর্বে এসিপি প্রদ্যুমন চরিত্রটি মারা যাবে, এবং তার মৃত্যু দিয়ে শো থেকে চিরতরে বিদায় নেবেন শিবাজি সাতম। সনি এন্টারটেইনমেন্ট এই খবরটি প্রকাশ করে জানিয়েছে, ‘এসিপি প্রদ্যুমন অনেক ভালোবাসার স্মৃতি রেখে গেছেন। এমন ক্ষতি কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়।’ এরপর হ্যাশট্যাগের মাধ্যমে লেখা হয়েছে, ‘রেস্ট ইন পিস এসিপি।’
পোস্টটি প্রকাশের পরই তার ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়, অনেকেই ভেবেছিলেন যে, অভিনেতা মারা গেছেন। তবে পরবর্তীতে স্পষ্ট হয় যে, তিনি শুধু অভিনয় ছাড়ছেন। কিন্তু দর্শকরা এই পরিবর্তন মেনে নিতে পারছেন না।
এসিপি প্রদ্যুমন চরিত্রটি আগামী পর্বে একটি বোমা বিস্ফোরণে মারা যাবে। সেই পর্বের শুটিংও ইতোমধ্যে শেষ হয়েছে এবং খুব শিগগিরই তা সম্প্রচারিত হবে। এছাড়া শোনা যাচ্ছে, অভ্যন্তরীণ অশান্তির কারণে অভিনেতা শোটি ছাড়ছেন। এখন নতুন ‘এসিপি’ খোঁজার কাজ শুরু করেছে প্রযোজনা সংস্থা। তবে শিবাজি ছাড়া এই শোয়ের জনপ্রিয়তা কতটা বজায় থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta