পরকীয়া বন্ধের জন্য আইন প্রণয়ন করতে চান অপু বিশ্বাস!
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি শুধু একজন দায়িত্ববান মা নন, পাশাপাশি একজন সামাজিক ও পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবেও পরিচিত।
তিনি সমাজবিরোধী কোনো কাজকেই সমর্থন করেন না, বিশেষত কোনো ধরনের অনৈতিক সম্পর্কের ক্ষেত্রে। সম্প্রতি একটি অনুষ্ঠানে আবারও পরকীয়া নিয়ে তার বিরক্তির কথা প্রকাশ করেছেন অপু।
ঈদ-পরবর্তী একটি অনুষ্ঠানে র্যাপিড ফায়ার সেগমেন্টে অংশ নিয়ে অপু জানান, তিনি সমাজ থেকে পরকীয়া বন্ধ করতে চান।
সঞ্চালক অপু থেকে জানতে চান, যদি তাকে সুপার পাওয়ার দেওয়া হয়, তবে তিনি কী করবেন? উত্তরে অপু বলেন, ‘আমি পরকীয়া বন্ধ করব, এমন একটি আইন তৈরি করব যাতে দশজনের সামনে পাথর মেরে শাস্তি দেওয়া হয়।’ এরপর তার কাছে জানতে চাওয়া হয়, জীবনের কোন অভ্যাসটি তিনি পরিবর্তন করতে চান।
অপু জানান, ‘আমি মানুষের প্রতি খুব বেশি বিশ্বাস রাখি এবং মনের কথা খুব সহজে বলে ফেলি। এই অভ্যাসটা বদলানো উচিত।’
বর্তমানে বড় পর্দায় খুব বেশি দেখা যায় না অপুকে। তিনি কোনো নতুন ছবিতে চুক্তিবদ্ধ হননি।
নিজের ব্যবসা, শোরুম উদ্বোধন এবং ব্র্যান্ডের মডেল হিসেবে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। এছাড়া নিজের ইউটিউব চ্যানেলেও সক্রিয় আছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta