হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০ জন
হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি মোটরসাইকেলের ব্যাটারি কেনাকে কেন্দ্র করে কয়েকটি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে এই সংঘর্ষটি ১২টি গ্রামে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে মিরপুর বাজারে সংঘর্ষ শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। প্রথম দফায় পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আকাশের সঙ্গে চারগাঁও গ্রামের এক ব্যক্তির ব্যাটারি কেনার বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এই ঘটনা দুই গ্রামের লোকদের মধ্যে জানাজানি হলে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় মিরপুর বাজারে কয়েকটি দোকানপাট ভাঙচুর হয়। মাইকিং করে উভয় পক্ষকে সংঘর্ষে অংশ নিতে উত্সাহিত করা হয়। কিছু সময়ের মধ্যে আশপাশের ১২টি গ্রাম থেকে লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে যোগ দেয়।
বানিয়াগাঁওয়ের পক্ষে আটটি এবং চারগাঁও গ্রামের পক্ষে চারটি গ্রাম এই সংঘর্ষে অংশ নেয়। সংঘর্ষ প্রায় ৩ ঘণ্টা ধরে চলতে থাকে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আবার সংঘর্ষের ঘটনা না ঘটে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta