সবার মধ্যে আরও শক্তিশালী ঐক্য গড়ে তুলতে হবে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেই ঐক্যকে সব প্রতিবন্ধকতা সত্ত্বেও অটুট রাখতে হবে। তিনি বলেন, নতুন প্রজন্মের ত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এবং এটিকে টিকিয়ে রাখতে সবার মধ্যে আরও শক্তিশালী ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি রোববার ঢাকার জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, যারা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং যারা আহত হয়ে স্বাভাবিক জীবন হারিয়েছেন, তাদের জন্য আমাদের দোয়া ও শ্রদ্ধা জানাতে হবে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করেই আমরা তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ব। যত কষ্টই আসুক, ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের, বাজারের, শহরের ঈদ জামাতে আমরা সবাই অংশ নিচ্ছি। জাতির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। যারা জামাতে যোগ দিতে পারেননি তাদেরও ঈদ মোবারক। প্রবাসী ভাইয়েরাও যারা ঈদের জামাতে অংশ নিতে পারছেন না, তাদের ঈদ মোবারক। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছেন, তাদেরও ঈদ মোবারক। হাসপাতালের বেডে শুয়ে যারা জামাতে যোগ দিতে পারেননি, তাদেরকেও ঈদ মোবারক।
প্রধান উপদেষ্টা বলেন, ঈদ হচ্ছে একে অপরের কাছে আসার দিন, ভালোবাসার দিন। এই দিনটিকে আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি এবং সবার মাঝে পৌঁছাতে পারি, সে আহ্বান জানাই। আজ আমরা এক অটুট ঐক্য গড়ে তোলার দিন, যাতে এটি স্থায়ী হয়। ঈদের জামাতে আমাদের এই কামনা, যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি।
তিনি বলেন, যারা আহত হয়ে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, তার জন্যও আমরা দোয়া করব।
এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে প্রধান উপদেষ্টা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমামতি করেন, এবং ক্বারী হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta