ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ঈদ র্যালি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঈদ র্যালি আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদ র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নেতৃত্ব দেবেন। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় ঈদের প্রথম জামাত শেষে র্যালিটি শুরু হবে। র্যালিটি টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে অংশগ্রহণ করবেন।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta