তিতুমীর কলেজে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
১৯৭১ সালের ২৫ মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বোরচিত গণহত্যায় শহিদদের স্মরণে তিতুমীর কলেজে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় কলেজের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো. মিজানুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এম. এম. আতিকুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন।
বক্তারা ২৫ মার্চের গণহত্যাকে বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত করেন। তাঁরা বলেন, এই দিনটি শুধুমাত্র শোকের নয়, এটি আমাদের স্বাধীনতার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মুহূর্তও বটে। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের ভয়াবহতা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা অপরিহার্য, যাতে তারা উজ্জীবিত হয়ে স্বাধীনতার সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য কাজ করতে পারে।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন এবং ২৫ মার্চের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta