আর্থিক সংকটে বিশ্বমঞ্চে অংশগ্রহণে অনিশ্চয়তায় শাবির ‘সাইনটক’
বিশ্বব্যাপী তরুণ স্বাস্থ্য প্রযুক্তি উদ্ভাবকদের নিয়ে আয়োজিত ‘রাইসথ্রিসিক্সটি গ্লোবাল হেলথ টেকনোলোজিজ ডিজাইন’ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের দল ‘সাইনটক’
১০ ও ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে তাদের। তবে সেখানে যাওয়ার জন্য এখন তারা আর্থিক সংকটের মুখোমুখি হয়েছেন।
এ দলটি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী নিয়ে গঠিত। তারা হলেন, গণিত বিভাগের সুস্মিতা জাহান সুফতি ও মাহবুব আহমেদ চৌধুরী, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের রুদ্র সরকার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ইরফান নাফিজ শাহান।
দলটির সদস্যরা জানিয়েছেন, ‘সাইনটক’ একটি অ্যাসিস্টিভ টেকনোলজি প্রকল্প। এর আওতায় একটি স্মার্ট গ্লাভস তৈরি করা হয়েছে, যা মূক ও বধির মানুষের জীবন সহজতর করবে। এই স্মার্ট গ্লাভসটি মেশিন লার্নিং, আইওটি এবং সেন্সর প্রযুক্তি ব্যবহার করে রিয়েল-টাইমে সাইন ল্যাঙ্গুয়েজকে কথায় রূপান্তরিত করতে পারে। এটি বিভিন্ন ভাষা ও অঞ্চলের মানুষের জন্য সহজেই ব্যবহৃত হতে পারে।
দলের সদস্য ও গণিত বিভাগের শিক্ষার্থী সুস্মিতা জাহান সুফতি বলেন, ‘প্রতিযোগিতায় অংশ নিতে আমরা ৮ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে চাই। তবে সিলেট থেকে হিউস্টন পর্যন্ত যাতায়াত ও অন্যান্য খরচ প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন, যা আমাদের জন্য বড় এক বাধা হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা আর্থিক সহায়তা পাই, তবে আমরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের উদ্ভাবনকে বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের সফলতা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনবে। তাদের আর্থিক সংকটের বিষয়টি আমি সংশ্লিষ্টদের কাছে জানিয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা করব।’
উল্লেখ্য, ‘রাইসথ্রিসিক্সটি গ্লোবাল হেলথ টেকনোলোজিজ ডিজাইন’ একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, যা স্বাস্থ্য প্রযুক্তি সংক্রান্ত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত আবেদনকারীর মধ্যে থেকে নির্বাচিত ২৪টি দল এতে অংশ নেবে। প্রতিযোগিতায় তরুণ উদ্ভাবকরা নিজেদের তৈরি স্বাস্থ্য প্রযুক্তি সমাধান উপস্থাপন করবে, যা উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য সমস্যা সমাধানে সহায়তা করবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta