ভোলায় স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ আয়োজন করা হয়
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ মার্চ) সকালে ভোলার গজনবী স্টেডিয়াম মাঠে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এর আগে, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের এবং জাতীয় দিবসের উদযাপন শুরু হয়। সূর্যোদয়ের পর ভোলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মো. আজাদ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে ভোলা পুলিশ সুপারসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta