কুষ্টিয়ায় অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ার হাইওয়েতে অবৈধ যান চলাচল বন্ধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও লাইসেন্সবিহীন গাড়ি চালানো প্রতিরোধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে জাতীয় মানবাধিকার পরিষদ, কুষ্টিয়া জেলা শাখা।
শনিবার কুষ্টিয়া শহরতলীর বটতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কৃষক দল কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি গোলাম কবির।
এছাড়া বক্তব্য দেন খালিদ হাসান সিপাই, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে দ্রুত দশ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
অংশগ্রহণকারীরা অবিলম্বে দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta