ঈদ যাত্রায় ঢাকা-বগুড়া মহাসড়কে কোনো যানজট নেই
গত এক দশকের মধ্যে এবারই প্রথমবারের মতো ঈদযাত্রায় উত্তরবঙ্গের জেলাগুলোতে সড়কপথে কোনো ভোগান্তি নেই। ঢাকা-বগুড়া মহাসড়কে আগের বছরগুলোর মতো দীর্ঘ যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়নি। যানজটমুক্ত থাকায় নারী, পুরুষ ও শিশুরা দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
যাত্রীরা জানান, ছয় লেনের সড়ক নির্মাণ ও তা চালুর ফলে এবার ঈদযাত্রা সহজ হয়েছে। এছাড়া মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্ব পালন করছেন। এতে যানজটের সমস্যা অনেকটাই কমে গেছে। হাইওয়ে পুলিশের ৫০০ সদস্য সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন, ফলে সড়কে শৃঙ্খলা বজায় থাকায় ঈদযাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরছেন।
ঢাকা থেকে বগুড়া যাওয়ার প্রধান সড়ক ঢাকা-রংপুর মহাসড়ক, যার ছয় লেনের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। ফলে মহাসড়কে যানজট ছাড়াই যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছেন। গত বছর যেখানে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছাতে ১৫-২০ ঘণ্টা লাগত, এবার ছয় লেন চালু থাকায় মাত্র সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টায় যাত্রা সম্পন্ন হচ্ছে।
বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছানো আব্দুর রাজ্জাক জানান, তিনি সকাল ৯টায় গাবতলী থেকে বাসে চড়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। পথে কেবল সাভারের কিছু ভ্রাম্যমাণ দোকান ছাড়া কোথাও যানজটের মুখে পড়তে হয়নি। চার ঘণ্টার মধ্যেই তিনি বগুড়ায় পৌঁছান, যা স্বাভাবিক দিনেও প্রায় একই সময় লাগে।
বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুর হোসেন বলেন, আমরা ২৪ ঘণ্টা মহাসড়কে টহল কার্যক্রম পরিচালনা করছি। কোথাও কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে বাস বা যানবাহন অহেতুক থামানো বা যাত্রী উঠা-নামা করাও নিষিদ্ধ করা হয়েছে।
হাইওয়ে পুলিশ রিজিয়ন বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্ল্যাহ্ জানান, ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে। মহাসড়কে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা প্রতিরোধে ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta