চাঁদ দেখা কমিটির সভা কাল
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য আগামী রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করবে। ইসলামিক ফাউন্ডেশন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যদি রবিবার রাতে দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট টেলিফোন বা ফ্যাক্স নম্বরে তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ অথবা ০২-৪১০৫০৯১৭) অথবা ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ বা ০২-৯৫৫৫৯৫১)।
এছাড়া, সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা যাবে।
রমজান মাস ২৯ দিনে পূর্ণ হলে ৩১ মার্চ ঈদ উদযাপন করা হবে। তবে যদি রমজান মাস ৩০ দিনে পূর্ণ হয়, তবে ঈদুল ফিতর ১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta