বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে ঈদের চাঁদ দেখা যায়নি
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ ছিল রমজানের ২৯তম দিন, তবে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন হবে। অর্থাৎ, ইন্দোনেশিয়ায় ৩০টি রোজা পূর্ণ হবে।
সৌদি আরবসহ অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে রমজান মাস শুরু হয়েছিল ১ মার্চ থেকে ইন্দোনেশিয়ায়।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম অন্তরা নিউজ ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে।
তারা জানায়, “ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের ১ তারিখ পড়বে আগামী সোমবার ৩১ মার্চ। শনিবার ধর্ম মন্ত্রণালয়ে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী, আগামীকালও রোজা থাকবে।”
এদিকে, বাংলাদেশে আগামী রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন বাংলাদেশের আকাশে শাওয়াল ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কি না, তা পরীক্ষা করা হবে। তবে এর আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশের আকাশে কাল চাঁদ দেখা যাবে এবং সোমবার ঈদ হবে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র তাদের এক্স অ্যাকাউন্টে আরবি ভাষায় একটি পোস্ট করেছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে করা এই পোস্টে তারা লিখেছে, “বাংলাদেশ: সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (এখানে) ২৮ রমজান, এবং কাল রোববার চাঁদ খালি চোখে দেখা যাবে।”
সৌদি আরবসহ আরব বিশ্বে আজ চাঁদের অনুসন্ধান চলছে। একই আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, আজ শনিবার আরব বিশ্বে চাঁদ দেখা যাবে না। তাই সৌদি আরবসহ অন্যান্য দেশে সোমবার ঈদ হবে। এখন তারা জানাচ্ছে যে, বাংলাদেশেও সোমবার ঈদ হবে। তাদের এই ধারণা সত্যি হলে, সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে ঈদ হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta